নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে দুঃস্থ্য ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩২ জনের মাঝে ১৩ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী (বিপিএম,পিপিএম), উমার ইউ.পি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ধামইরহাট সরকারি এম.এম কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবললী, জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কাউন্সিলর মাহবুব আলম বাপ্পি এবং অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু প্রমুখ।
মো: এ কে নোমান/এস আই আর