জেলা প্রতিনিধি, নওগাঁ: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর একটি বিশেষ অভিযানে নওগাঁ জেলার পত্নীতলা থানা এলাকায় ফেন্সিডিলসহ একজন মাদক কারবারী গ্রেফতার হয়েছে।
আজ ২৬ আগস্ট সকাল ৮:০০ টায় গোবরচাপা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী মোঃ আব্দুল করিম (২৮) কে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুল করিম পত্নীতলা থানার দাসনগর গ্রামের বাসিন্দা তজিমুদ্দিন হোসেন (তবু) বাবু এর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, আব্দুল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, যিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামি পত্নীতলা উপজেলার হরিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃ আলামিন হোসেন (২৭) এর মাধ্যমে নওগাঁর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতেন। র্যাব-৫ এর গোয়েন্দা দল কয়েকদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযানে আব্দুল করিমকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় আলামিন হোসেন কৌশলে পালিয়ে যায়।
র্যাবের উপস্থিতিতে গ্রেফতারকৃত আব্দুল করিমকে তল্লাশি করে তার কাছ থেকে ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
মো: এ কে নোমান/এস আই আর