বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

ধামইরহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় জেলা দুর্নীতি দমন কমিশন ও ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়’ বিষয়ের পক্ষে চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে আড়ানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চকময়রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়। চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মুশফিক আল মাহিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান।

প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, বিশেষ অতিথি নওগাঁ জেলা সমন্বিত দুর্নীতি কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তাইমুর রহমান, কমিটি সদস্য সাবেক অধ্যক্ষ ফরিদুজ্জামান, প্রধান শিক্ষক লুৎফর রহমান, বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, সহকারি অধ্যাপক মোসফেকা খানম ও প্রভাষক একরামুল হক। মডারেটরের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার।

প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন আগত অতিথিদের নিয়ে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মোঃ এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর