সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

নওগাঁয় গাঁ’জাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁ জেলার বদলগাছী থানাধীন লক্ষীপোল বুজরুক এলাকা থেকে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) তারিখে র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছা. কুলসুম (৩৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কুলসুমের স্বামী মোঃ আব্দুল জলিল, যিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, এখনও পলাতক রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল কয়েকদিন ধরে কুলসুম এবং জলিলের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে গত ২৯ আগস্ট সন্ধ্যা ৭:৩০ টার দিকে অভিযানে নওগাঁ জেলার লক্ষীপোল বুজরুক এলাকার একটি কলা বাগানে মাটির নিচে মজুদ করা ২৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা মাটির নিচে লুকানো ছিল।

পলাতক আসামী বদলগাছি উপজেলার লক্ষীপোল এলাকার মৃত আব্বাস উদ্দিনের ছেলে আব্দুল জলিল, সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুলসুমের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিক্রি করত, তার বিরুদ্ধে র‌্যাব-৫ অভিযান চালিয়ে যাচ্ছে।

গ্রেফতারকৃত কুলসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব কর্তৃক জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মো: এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর