সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালকদের জাতীয়করণের দাবিতে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ: ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকদের চাকরি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের একটি পার্কের কনফারেন্স রুমে এই সভাটি আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১০ সালে সারাদেশে ৪,৫০০ ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়। সেসময় পরিচালকদের চাকুরির ক্ষেত্রে সব ধরনের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও, তারা আজও সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। গত ১৪ বছর ধরে তারা মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানান তারা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ শাখা ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতির সভাপতি শামীম পারভেজ। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক, রাজশাহী বিভাগের সমন্বয়ক যোবায়ের হোসাইন, সেলিম সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মো: এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর