বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

নওগাঁয় তিন ফসলী জমিতে চলছে অবাধে বালু উত্তোলন

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালু পাড়া ইউনিয়নের চকসিমলা গ্রামে তিন ফসলী জমিতে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ গোলাম মোস্তফা ও তার ভাই সিরাজ ইসলাম নিজেদের তিন ফসলী জমিতে গভীর নলকূপের মাধ্যমে বালি উত্তোলন করছেন। এ প্রক্রিয়ায় একটি বেগুন ক্ষেত ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদকের সরেজমিনে গিয়ে গোলাম মোস্তফা ও তার ভাইয়ের সঙ্গে কথা বলার পর জানা যায়, তারা নিজেদের জমিতে বালি উত্তোলন করছেন এবং এতে অন্য কারো হস্তক্ষেপ করার অধিকার নেই বলে দাবি করেন। তবে প্রতিবেদক যখন সরকারি অনুমোদনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, তখন তারা জানান যে তারা মৌখিকভাবে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছিলেন এবং তার ছুটি শেষে লিখিত অনুমোদন পাবেন বলে আশা করছেন।

এদিকে, আজ ২ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে, ইউএনও আত্রাইকে মুঠোফোনে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি অবগত নন। তবে, এই বিষয়ে তথ্য জানার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। তাকে ঘটনাস্থলের ছবি, ভিডিও এবং পুরো ঠিকানা সরবরাহ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বালি উত্তোলনের কারণে আশেপাশের জমি এবং রাস্তাঘাট ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তারা উল্লেখ করেছেন, তিন ফসলী জমি এভাবে নষ্ট করা মোটেও ঠিক নয়। বালি বিক্রি করে তাৎক্ষণিক লাভ হলেও, দীর্ঘমেয়াদে এটি এলাকার পরিবেশ ও কৃষির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

এছাড়া, সরকারের স্পষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও, সরকারি চাকুরিজীবী গোলাম মোস্তফা সরকারের আইন অমান্য করে অবাধে বালি উত্তোলন করছেন। এলাকাবাসী তার প্রভাব ও ক্ষমতার কারণে তার বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন জনগণ। তিন ফসলী জমি রক্ষার জন্য সঠিক আইন প্রয়োগ ও কঠোর নজরদারির প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন।

মো: এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর