সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

নওগাঁর ধামইরহাটে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: মাদক নির্মূলের লক্ষ্যে ধামইরহাটে এক ব্যাপক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং সু-শৃঙ্খল সমাজ গঠনের উদ্দেশ্যে আজ ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার হরিতকি ডাঙ্গা বাজারে, হরিতকি ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ছাত্র ও যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাদকের কুপ্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে মানববন্ধনে বক্তৃতা প্রদান করেন ধামইরহাট থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান ওয়াজেদ আলী, কালুপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার কে এম শরিফুল ইসলাম, বেনিদুয়ার ক্যাথলিক মিশনের ফাদার মাইকেল কোরাইয়া, ছাত্র প্রতিনিধি মুস্তাকিম হোসেন, আহসানুল আরিফ, আল আমিন রাসেল, আরমান আহমেদ জোভান এবং সাংবাদিক মমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। এছাড়াও, পুলিশি কার্যক্রমকে আরও জোরদার করার জন্য সকল শ্রেণীর মানুষের সহযোগিতার আহ্বান জানানো হয়।

এই মানববন্ধনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। তাদের প্রত্যাশা, এই ধরনের উদ্যোগ সমাজের সর্বস্তরে মাদকবিরোধী প্রচেষ্টাকে আরও সুসংহত করবে।

মো: এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর