নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ধামইরহাটে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, নওগাঁ (আইএইচটি) ক্যাম্পাসের সামনে এ মানববন্ধনে শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে ল্যাবরেটরি টেকনোলজির প্রথম বর্ষের শিক্ষার্থী মোস্তারিফা আফরিন ও সজল কুমার তাদের দাবিসমূহ উপস্থাপন করেন। তারা বলেন, “মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পৃথক পরিদপ্তর গঠন এবং ডিপ্লোমাধারী টেকনোলজিস্টদের ১০ম গ্রেডে পদমর্যাদা প্রদান অত্যন্ত জরুরি।” এছাড়া, ২০১৩ সালে স্থগিত হওয়া নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালুর পাশাপাশি গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য নবম গ্রেডে নতুন পদসৃষ্টি ও আনুপাতিক হারে পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।
তারা আরও দাবি করেন, “ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে সেখানে এবং অন্যান্য আইএইচটি প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার গঠন করতে হবে।” এছাড়া, নিয়োগবিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন, মেডিকেল টেকনোলজি কাউন্সিল এবং ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠনেরও দাবি জানানো হয়। প্রাইভেট সেক্টরে চাকরির জন্য পৃথক নীতিমালা প্রণয়ন এবং বি. ফার্মসহ সকল অনুষদে বিএসসি ও এমএসসি কোর্স চালুর পাশাপাশি স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা চালুর বিষয়েও জোর দাবি জানায় শিক্ষার্থীরা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী আকলিমা খাতুন, হাসিন ইসরাত, তানমিরা তানজিন, মাসরুফা আক্তার, লিমন কুমার, সুজিত কুমার প্রমুখ।
শিক্ষার্থীদের এ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি পূরণের জন্য সরকারের নীতিনির্ধারকদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
মো. এ কে নোমান/এমএ