মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কাশোঁপাড়া ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সিংগী বাজারে কাশোঁপাড়া ইউনিয়ন শাখার আয়োজিত কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় কৃষকদলের নওগাঁ জেলা সদস্য সচিব এ টি এম ফিরোজ দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমিটি ঘোষণা করেন। এতে আলহাজ্ব মোঃ আব্দুল কাদের মোল্লা সভাপতি, মোঃ আব্দুল খালেক সাধারণ সম্পাদক ও মোঃ শহিদুল ইসলামকে সংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।
এর আগে মো: আব্দুল খালেকের সঞ্চালনায় ও আলহাজ্ব মোঃ আব্দুল কাদের মোল্লার সভাপতিত্তে জাতীয়তাবাদী কৃষক দলের কাঁশোপাড়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক এস এম সাহিদুজ্জামান সোহান, নওগাঁ পৌর শাখা কৃষক দলের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, মান্দা উপজেলা শাখা কৃষকদলের আহ্বায়ক, এমদাদুল হক সুলতান, মান্দা উপজেলা শাখা কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, মান্দায় উপজেলা শাখা যুগ্ন আহ্বায়ক শাহিনুর ইসলাম শাহীন প্রমূখ। এছাড়াও ৯টি ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
গোলাম রাব্বানী/এমএ