শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

নওগাঁয় অবৈধ বালু উত্তোলন: এক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা


মোঃ এ কে নোমান, নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা।

অভিযান চলাকালে শাহাদত আলী নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার অর্থ প্রদান না করায় আদালত তাকে ৩০ দিনের অতিরিক্ত কারাদণ্ড প্রদান করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। তারা আশা করছে, এ ধরনের অভিযান নিয়মিত চালালে পরিবেশ রক্ষার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও নিশ্চিত হবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর