ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সিরামগাড়ী ও এমএস কলোনি এলাকা থেকে সুমন আলী ও রত্না খাতুন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২.৩০ মিনিটের দিকে এমএস কলোনি এলাকায় অভিযান চালিয়ে সুমন আলীকে আটক করা হলে তাঁর শিকারউক্তি মোতাবেক উপজেলার সিরামগাড়ী থেকে রত্না খাতুনকে আটক করা হয়। রত্না খাতুন ওই এলাকার সুজনের স্ত্রী।
৩০ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী আম বাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান বাসিরের নেতৃত্বে এ অভিযান চালিয়ে পুলিশের নারী সদস্যের সহায়তায় রত্না খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ী ও সুমন আলীকে আটক করা হয় এবং গাঁজা বহনকারী অপর আসামী আজিম শেখ পলাতক।
ঈশ্বরদী আম বাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান বাসির সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার সিরামগাড়ী ও এমএস কলোনি এলাকায় অবৈধ মাদক বেচাকেনা হচ্ছে। এমন খবরে ঈশ্বরদী থানা পুলিশের সহায়তায় সুমন আলী ও রত্না খাতুন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় রত্না খাতুনের বাসার শয়ন কক্ষ হতে পলিব্যাগে রক্ষিত ২২ (বাইশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সিয়াম রহমান/এস আই আর