নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আজ বুধবার দুপুরে উপজেলার পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক এর সভাপতিত্বে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন একশত শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুজার রহমান, উপজেলা ও ভাইস চেয়ারম্যান জ্যােতিরময় রায় খোকন।
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জছিজুল আলম মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, মোঃ আতাউল গনি ওসমানী প্রমূখ। অতিথিরা উপজেলার ইউনিয়নের বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করেন।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক বলেন, উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়। তারা এই এ্যাসিসটিভ ডিভাইস নিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারবেন। বর্তমান সরকার সকল শ্রেনী পেশার লোকজনের জন্য কাজ করে যাচ্ছেন।
সেলিম রেজা/এস আই আর