বুধবার, জুন ১৮, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে নানা আয়োজনে রাশিয়ান জাতীয় পতাকা দিবস উদযাপন

ঈশ্বরদী প্রতিনিধি: নানা আয়োজনে দিনব্যাপী পাবনার ঈশ্বরদীতে রাশিয়ান পতাকা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে এই দিয়াগো ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোশকতায় অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্টস এন্ড অ্যালমনাই এসোসিয়েশন অব বাংলাদেশ এন্ড ফ্রেন্ডস অব রাশিয়া।

শিক্ষার্থীদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএএবি এবং রাশিয়ার বন্ধু, ঢাকার রাশিয়ান হাউস এবং ঢাকার রাশিয়ান দূতাবাসের সহযোগীতায় এই অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যম কর্মিরা অংশগ্রহন করে। রাশিয়ান পতাকা সম্পর্কে অনুষ্ঠানে বক্তারা বলেন, রাশিয়ার পতাকা যা ত্রিবর্ণ নামে পরিচিত। তিনটি অনুভূমিক স্ট্রিপ দিয়ে গঠিত সাদা, নীল এবং লাল। এই রংগুলির গভীর প্রতিক রয়েছে। সাদা মহত্ব এবং খোলামেলা মনোভাবের প্রতিক, নীল বিশ্বাস এবং সততার প্রতিক এবং লাল শক্তি এবং সাহসের প্রতীক। রাশিয়ার পতাকা জাতীয় ঐক্য এবং গর্বের প্রতিক, যা মানুষকে মহান অর্জনে অনুপ্রাণিত করে।

বক্তারা আরও বলেন, রাশিয়া বরাবরই বাংলাদেশের বিশ্বস্থ বন্ধু। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন পাশে ছিল। সোভিয়েত ইউনিয়ন পতনের পর তার উত্তরসূরী রাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চলমান রয়েছে।

সভাপতিত্ব করেন রাশিয়ার পিপলস ইউনিভার্সিটির অ্যালমনাই এন্ড ফ্রেন্ডস এসোসিয়েশনের চেয়ারম্যান সিআইপি প্রকৌশলী আলমগীর জলিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম সরদার, ঢাকাস্থ রুশ দূতাবাসের সাবেক মন্ত্রী কাউন্সেলর আন্দ্রে স্টারকভ, ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়চেনকভ, রাশিয়ান দূতাবাসের রুবলেভা ইউলিনা, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণা অধ্যাপক ড. রমিত আজাদ, খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলহাজ্ব খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম শামীম প্রমূখ।

সিয়াম রহমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর