জাবি প্রতিনিধি: ’বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার্স থাকবে নারে, আবরার তোমায় মনে পড়ে, বন্যায় যখন মানুষ মরে, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তিসহ বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে দুই দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।’
বৃহস্পতিবার ( ২২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিভিন্ন সড়ক ঘুরে বটতলায় গিয়ে শেষ হয় মিছিলটি।
শিক্ষার্থীদের দুই দফা দাবি হলো- আন্তর্জাতিক আইনানুসারে অভিন্ন নদীর ন্যায্য হিস্যার মাধ্যমে উজানে দেওয়া বাঁধ ভেঙ্গে ফেলা এবং ইতোপূর্বে ভারত ও আওয়ামী সরকারের মধ্যে সম্পাদিত সকল দাসত্বমূলক চুক্তি বাতিল করা।
এসময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আনজুম শাহরিয়ার বলেন, ’বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদীগুলো আছে তার পানিগুলোর ন্যায্য হিস্যা দিতে হবে। ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের সাথে ভারতের যে অন্যায্য ও গোপন চুক্তিগুলো হয়েছিল তা দ্রুত বাতিল করতে হবে এবং বাংলাদেশের সাথে আলোচনা না করে কোনো বাঁধ খুলে দেওয়া যাবে না। এছাড়াও জাহাঙ্গীরনগরে চলমান ভারতীয় প্রকল্প বন্ধ করতে হবে।’
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ’ভারতের সাথে প্রতিবেশি কোনো রাষ্ট্রের ভালো সম্পর্ক নেই। উগ্র, ফ্যাসিস্ট, সাম্প্রদায়িক গোষ্ঠী সেখানে শাসন করছে। তারা যেভাবে আমাদেরকে শোষণ করেছে তার অন্যতম একটি হলো নদীর পানি শোষণ। ভারত সরকার যদি বাংলাদেশের জনগনের বন্ধু না হয়ে থাকতে চায় শেখ হাসিনাকে বন্ধু হিসেবে বেছে নেন তাহলে বাংলাদেশর জনতার শত্রুতাকে তাকে বেছে নিতে হবে।’
এসময় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ’বারবার ভারতের এমন আগ্রাসন আমরা মেনে নিতে পারি না।ভারত যদি তাদের নীতি থেকে সরে না আসে আমরাও তাদের সেভেন সিস্টার্সকে শান্তিতে থাকতে দিবোনা।’
মোঃ মেহেদী হাসান/এস আই আর