ঈশ্বরদী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত সাজেদুল পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর এলাকার আতাতুল্লাহ ফকিরের ছেলে। তিনি গাজীপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, সকালে সাজেদুল মোটরসাইকেলে গাজীপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। তখন তিনি মোটরসাইকেল থেকে ব্রিজে পড়ে যান। পরে পেছনে থাকা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়।
সিয়াম রহমান/এস আই আর