শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে ৩৭ বোতল ফে’ন’সি’ডি’লসহ এক মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল ফেনসিডিলসহ হেলাল উদ্দিন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার ঈশ্বরদী পাবনা মহাসড়কের দেওয়ান দিকশাইল মোড়ের লোকমান হোসেন ডাবলুর মুদী দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকার মৃত সোবহান ফকিরের ছেলে। আটকের সময় ৩৭ বোতল ফেনসিডিল, একটি সিমকার্ডসহ মোবাইল ফোন, মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ ১০,৩০০ টাকা উদ্ধার
করে র‍্যাব।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

তিনি বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। আসামী হেলাল উদ্দিন এর বিরুদ্ধে আরো ০৫ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

সিয়াম রহমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর