বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি তমালকে অ’স্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের মামলার আসামি ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত আসামী সাবেক ভূমি মন্ত্রী প্রয়াত শামছুর রহমান শরীফ ডিলুর ছেলে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে র‍্যাব-১২ পাবনা সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ সকাল ১১ টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে, পাবনা র‌্যাব-১২, সিপিসি-২ এর কার্যালয়ে কোম্পানি কমান্ডার মোঃ এহতেশামুল খান।

তিনি আরও জানান, গ্রেফতারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয় শিকার করে অন্যান্য আসামীদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানা গেছে। আটককৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব।

সিয়াম রহমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর