চট্টগ্রাম প্রতিনিধি: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয়ভাবে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রামেও পালিত হয় এ কর্মসূচি।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরের ষোলশহর স্টেশনে এ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা।
এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৩টার পর ষোলশহর স্টেশন চত্বর থেকে মিছিল নিয়ে বহদ্দারহাট এলাকা ঘুরে মুরাদপুর এলাকায় গিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের নানান স্লোগানে চট্টগ্রাম নগরী
উত্তাল হয়।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং এর আওতাধীন কলেজের শিক্ষার্থীসহ ছাত্র জনতা।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।
মোহাম্মদ ইউসুফ/এস আই আর