শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপু (২৪) কে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকশী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা এর আভিযানিক দল।

‎গ্রেফতারকৃত দিপু উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের শাহিন হোসেনের ছেলে।

‎বুধবার মধ্যরাতে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এর আগে গত ১৮ নভেম্বর সকালে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক (৩৫) কে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সিয়াম রহমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর