ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যরা।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলার মুলাডুলি রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলার মুলাডুলি ইউনিয়নের মৃত খলিল ফকিরের ছেলে মুন্নাফ হোসেন ওরফে মুন্নার নিকট থেকে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ আসামিকে গ্রেফতার করা হয়। আটককৃত মুন্নাফ হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
আজ বিকাল সাড়ে ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানাই, আটককৃত মুন্নাফ হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দির্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক বহন ও মাদক বিক্রয়ের অভিযোগে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সিয়াম রহমান/এমএ