নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে লোকগানের প্রশিক্ষণ দিবেন বিশিষ্ট বাউল শফি মণ্ডল।
আগামী ৮ ডিসেম্বর (রবিবার) এ কর্মশালা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে।
বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ এবং বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার যৌথ উদ্যোগে লোকগানের উপর কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুশান্ত কুমার সরকার।
মো. সাইফুল ইসলাম/এমএ