শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

দিনাজপুর ফুলবাড়িতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোপা আমন ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৪ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মাদ আল কামাহ্ তমাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, রোপা আমন চাষে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকার ১হাজার ৯শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। একজন কৃষক এক বিঘা জমির জন্য পাচ্ছে ১০ কেজি ডি.এ.পি, ১০ কেজি এম.ও.পি এবং ৫ কেজি রোপা আমন ধানের বীজ।

তাজকিরাতুল হক তানভীর/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর