শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
spot_img

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন বন্ধ করার বিরুদ্ধে কঠোর হুশিয়ারী

চট্টগ্রাম প্রতিনিধি: কতিপয় পরিবহণ মালিক গ্রুপের স্বার্থে বন্ধ করে দেয়া হলে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধকরা সহ রেল লাইনের উপর শত শত মানুষ শুয়ে প্রতিবাদ পালনের কঠোর হুশিয়ারী দিয়েছেন চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ। আগামী ২৫ শে জুন থেকে চট্টগ্রাম-কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আবারো বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে নাগরিক সমাজের পক্ষ থেকে জরুরী সাংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারী উচ্চারণ করা হয়। এতে বক্তৃতা প্রতিবাদী কর্মসূচি পালন করবে বলে জানানো হয়। 

কর্মসূচি হিসেবে সোমবার সকাল ১১ টায় বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং রেলওয়ের জিএম এর মাধ্যমে রেলমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এরপরও যদি রেল কর্তৃপক্ষ তাদের  সিদ্ধান্ত প্রত্যাহার করে উক্ত ট্রেন চালু অব্যাহত না রাখলে পরবর্তী এসব কর্মসূচি পালন করা হবে। 

সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রামে প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন মোহাম্মদ রেজা, কক্সবাজার আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সারওয়ার কামাল দুলু,  স্থপতি আশিক ইমরান, মুক্তিযোদ্ধা গবেষক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমানসহ অন্যরা।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর