বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

কুড়িগ্রামের চিলমারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলার রা‌নীগঞ্জ ইউপি চেয়ারমম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে জেলহাজ‌তে পা‌ঠি‌য়ে‌ছে আদালত। সোমবার (৯ সে‌প্টেম্বর) দুপু‌রে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া তা না মঞ্জুর করে জেলহাজতে পাঠা‌নোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।

সূত্র অনুযায়ী জানা গেছে, গত ৩০শে আগস্ট রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট চৌরাস্তার মোড়ে বিএনপি’র সাংগঠনিক বৈঠকে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জু, ইউপি সদস্য জয়নাল আবেদীন, দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য বাচ্চু মিয়ার নেতৃত্বে হামলা চালানো হয়। এতে স্থানীয় বিএনপি’র কর্মী মোনারুল ইসলাম, দুলাল মিয়া, লুৎফর রহমান, কপিল উদ্দিন সহ ছয়জন আহত হন। এই ঘটনায় গুরুতর আহত হন মোনারুল ইসলাম, তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য আসলাম সরকার বাদী হয়ে ১১ জনকে আসামি করে চিলমারী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী আসলাম মিয়া জানান, হা‌সিনা সরকা‌রের পদত‌্যা‌গের পর রা‌নীগঞ্জ ইউনিয়ন বিএন‌পি‌কে সুসংগ‌ঠিত করার ল‌ক্ষ্যে আমরা বৈঠক‌ের আয়োজন ক‌রি। তারা আমা‌কে উদ্দেশ‌্য ক‌রে ‌দে‌শি অস্ত্র ও লা‌ঠি‌সোঁটা নি‌য়ে হামলা চালায়। সেখা‌নে উপ‌স্থিত নেতাকর্মী আমা‌কে রক্ষা কর‌তে গে‌লে আহত হয়। এজন‌্য আমি বাদ‌ী হ‌য়ে মামলা ক‌রে‌ছি।

চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম ব‌লেন, বিষয়‌টি শু‌নে‌ছি। ওনার অনুপ‌স্থি‌তে প‌্যা‌নেল চেয়ারম‌্যান ইউনিয়‌নের কার্যক্রম প‌রিচালনা কর‌বেন।

মোবারক হাসান নাহিদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর