কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৪ অক্টোবর) রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট বালিকা মাদ্রাসা মোড়ে ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য মো:- ফজলুল হকের সভাপতিত্বে ও চিলমারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো: আল মোবারক হাসান নাহিদ এর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পেশাজীবি অধিকার পরিষদ এর সদস্য সচিব মাহফুজার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদ এর সাবেক যুগ্ম সদস্য সচিব এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব হযরত আলী, থানাহাট ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহীন আলম, কুড়িগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রিয়াদ সহ প্রমুখ।
মোবারক হাসান/এমএ