নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য “ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা” আয়োজন বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির মাধ্যমে ২০১৩ সাল থেকে অত্র অঞ্চলে অর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে আছে শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য, পার্টনারশীপ ও নেটওয়ার্কিং, এডভোকেসী, আয়বৃদ্ধিমূলক কাজ এবং যুবকদের স্বেচ্ছাসেবীমূলক উন্নয়ন কাজ প্রভৃতি। তারই ধারাবহিকতায় শিক্ষামূলক কাজ খুবই গুরুত্বপূর্ণ কারণ গুড নেইবারস মনে করে শিক্ষা ও নৈতিক উন্নয়ন ব্যতীত কোন উন্নয়নই স্থায়ী হয় না।
তাই গুড নেইবারস এর শিক্ষা কর্মসূচীর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো “ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা”। কারণ বর্তমান বিশ্বে যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হলো ইংরেজি। আর ইংরেজিতে আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীদের দুর্বলতা আছে। এর মূল কারণ গ্রামার নয়, অপর্যাপ্ত শব্দ ভান্ডার। তাই এই সর্বব্যাপক দূর্বলতাকে সামনে রেখে এলাকার মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ইংরেজীতে আগ্রহী করতে এবং শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে অনুপ্রেরণা দিতে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতার আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যা নীলফমারী সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহের সহযোগিতায় সম্পন্ন করা হবে।
এই প্রতিযোগিতা মাধ্যমিক বিদ্যালয় সমূহের ৮ ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে। যেখানে প্রথমে বিদ্যালয় পর্যায়ে হবে। তারপর উপজেলা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রত্যেক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরষ্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে। আর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জন বিজয়ী জাতীয় টেলিভিশন টকশোতে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
সেলিম রেজা/এস আই আর