কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি পার্ক এলাকায় ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ব্রহ্মপুত্র নদে ৭-৮ বছরের এক শিশুর লাশ ভেসে আসলে তা উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে গত বুধবার (১০ সেপ্টেম্বর) জেলার নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোন সহ ৪ জন শিশু নিখোঁজ হন।
মোবারক হাসান নাহিদ/এস আই আর