নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে “গুড ড্যাডি ২০২৪” অনুষ্ঠানের আয়োজন করেছে গুড নেইবারস বাংলাদেশ-এর নীলফামারী সিডিপি।
গুড নেইবারস বাংলাদেশ-এর নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে নিজস্ব অফিসের সভা কক্ষে বিকেলে আয়োজন করেন “গুড ড্যাডি ২০২৪’। সংগলশী ইউনিয়নের বিভিন্ন গ্রামের সিডিপির স্পন্সর ও নন-স্পন্সর ৫০ জন্য কন্যাশিশুসহ তাঁদের বাবারা মোট ১০০ জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মূলত কন্যাশিশুদের অধিকার সুরক্ষায় অভিভাবকদের সচেতনতা (লেখাপড়া করানো, বাল্য বিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ প্রভৃতি) বৃদ্ধি উদ্দেশ্যে এটি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিকেন্দ্রজিৎ রায় মিরু প্রধান শিক্ষক বারুণীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়। এছাড়াও নীলফামারী সিডিপির ম্যানেজার, প্রোগ্রাম অফিসার, এডমিন অফিসার, মেডিক্যাল অফিসার, সভাপতি নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লি: এবং স্বেচ্ছাসেবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকে আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাঁরা সকলেই একে অন্যের পরিপূরক। বাবারা এসেছেন কন্যাদের স্বপ্নপূরণের প্রেরণা হিসেবে আর কন্যারা এসছেন বাবাদের স্বপ্ন পূরণের সারথী হিসেবে।
উক্ত অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ-এর নীলফামারী সিডিপি তিন জন শ্রেষ্ঠ বাবাকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন।
সেলিম রেজা/এস আই আর