নীলফামারী প্রতিনিধি: শুক্রবার (১-১১-২৪) বিকাল ৫ ঘটিকায় নীলফামারী সদরে ইটাখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ হাতিবান্ধা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল,বিশেষ অতিথি হিসেবে ইটাখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আনিছুর রহমান, প্রধান বক্তা খন্দকার মোহাম্মদ কাওছার আলী, সাধারণ সম্পাদক ইটাখোলা ইউনিয়ন বিএনপি, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রামাণিক, অনুষ্ঠান সঞ্চালনায় ওয়ার্ড সেক্রেটারি বিটুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মানিক প্রামাণিক,জুলফিকার জুলি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল বলেন ফ্যাসিস্ট হাসিনা পদ ত্যাগ ও দেশ ত্যাগের পর বাংলাদেশের জনগণ স্বাধীন ভাবে কথা বলতে পারতেছে।এছাড়া বাজারের সিন্ডিকেটের জন্য শেখ হাসিনা সরকার সহ তার এমপি মন্ত্রীদের দায়ী করেন।
এছাড়া তিনি বিএনপির সরকার আমলে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি আরও বলেন বিএনপি সরকার গঠন হলে গ্রাম গঞ্জের জনগণ স্বাধীন ভাবে চলাফেরা মত প্রকাশ করতে পারে। ইটাখোলা ইউনিয়ন বিএনপি ৭ নং ওয়ার্ডের সভাপতি রশিদুল ইসলাম সমাবেশে সকলে সুস্থতা কামনা করে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।
সেলিম রেজা/এমএ