শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

পঞ্চগড়ের জেমজুট বাজার ব্যাবসায়ীদের মাহফিল সফলভাবে সম্পন্ন

পঞ্চগড় প্রতিনিধি: বেশ জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয় পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট বাজার ব্যবসায়ীদের তাফসীরুল কোরআন মাহফিল।এই মাহফিলে প্রায় ৩৫ হাজার মানুষের সমাগম হয়।

গত (৪ সেপ্টেম্বর) শুক্রবার বাদ মাগরিব হতে জেমজুট বাজার সংলগ্ন মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়।এরপর মাহফিলের সভাপতি-বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলার নায়েবে আমীর মাওলানা মোঃ মফিজ উদ্দিন এর অনুমতিক্রমে মাহফিলের উপস্থাপক মাওলানা জাহিদুর রহমান কার্যক্রম শুরু করেন।কুরআন তেলাওয়াত মাধ্যমে মাহফিলের সূচনা হয়।

এসময় প্রধান মুফাসসির হিসেবে তাফসীর করেন-অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক (সিলেট),বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর করেন-বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোঃ মাজহারুল ইসলাম ও উত্তর বঙ্গের কৃতি সন্তান মাওলানা মোঃ সাইয়েদুর রহমান সহ স্থানীয় আলেম-ওলামা বৃন্দ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাকোয়া ডিগ্রী কলেজ এর সাবেক উপধ্যক্ষ-মোঃ আফাজুল ইসলাম এবং বিশেষ অতিথি-ব্যরিষ্টার মাহমুদ আল মামুন (হিমু),মোঃ সফিউল্লাহ (সুফি),মোঃ নাজমুল হক,মাওলানা মোঃ তারাবুল ইসলাম,মোঃ বদিউজ্জামান,মোঃ ইজার উদ্দীন ও মাওলানা এম আবু সাঈদ প্রমূখ।

এরপর প্রধান মুফাসসিরের দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হয়। মাহফিল শেষে জনতার বার্তার সাথে মাহফিল কমিটির সাক্ষাৎ হয়। এসময় মাহফিল পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা মাসুদ রানা বলেন-আলহামদুলিল্লাহ,অক্লান্ত পরিশ্রমের পর আজকে আমরা সফল হয়েছি। আমাদের মাহফিল সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আগামীতে আরো ভালোভাবে যেন তাফসীর মাহফিল করতে পারি। আল্লাহ তায়ালা আমাদের সকলকে কবুল করুন, আমিন।

ওয়াহিদুল করিম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর