শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

পঞ্চগড়ে শিবির সভাপতির উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাংগা ইউনিয়ন সভাপতির উপর সন্ত্রাসীদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পঞ্চগড় জেলা শাখা।

আজ রবিবার (১৭ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমান ও সেক্রেটারি রাশেদ ইসলাম এ দাবি জানান।

এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশকে  অস্থিতিশীল করতে যেসব চক্র সক্রিয় রয়েছে, অবিলম্বে এসব চক্রের হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শিবির নেতৃবৃন্দ আরও বলেন, পঞ্চগড় জেলাকে সন্ত্রাসমুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের নতুনহাট বাজার সংলগ্ন নতুনহাট জামে মসজিদের বাইরে ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি মোঃ ইব্রাহিম ইসলাম এর উপর হামলার ঘটনা ঘটায় স্থানীয় সন্ত্রাসীরা। এতে জরিতরা হলো বাগদহ ইউনিয়নের বাগদহ(মাদেখাপাড়া) গ্রামের সইফুর রহমানের ছেলে বিপ্লব,একই গ্রামের সোলেমান আলীর ছেলে মাসুদ ইসলাম,নুরুল ইসলামের ছেলে রানা সহ স্থানীয় ১০-১২ সন্ত্রাসী পেছন থেকে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি মোঃ ইব্রাহিম ইসলাম আহত হয়।

স্থানীয় প্রশাসনের প্রতি জেলাকে সন্ত্রাসমুক্ত করার জোর দাবি জানান শিবির নেতৃবৃন্দ। এছাড়া দ্রুততম সময়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। শিক্ষার্থী ও স্থানীয় জনগণের প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

মোঃ ওয়াহেদুল করিম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর