শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

পঞ্চগড়ে ফুলকুঁড়ি আসরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ফুলকুঁড়ি আসরের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় শিশুকিশোর সংগঠন “ফুলকুঁড়ি আসর” পঞ্চগড় জেলা শাখা।

আজ (৮ নভেম্বর) সকাল ৯.৩০ মিনিটে  জেলা শিল্পকলা একাডেমীতে এই সুবর্ণজয়ন্তী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় সংগীত, অভিনয়, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা হয় এবং তিনটি গ্রুপে মোট ২৭ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।

এসময় প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর পঞ্চগড় জেলা শাখার প্রাক্তন পরিচালক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ মোঃ আব্দুল হাই, প্রাক্তন পরিচালক হাবিবুর রহমান শাওন, বাংলাদেশ শিশু একাডেমীর আবৃত্তি শিক্ষক আমিনুর রহমান , জাতীয় পর্যায়ে এওয়্যার্ড প্রাপ্ত অভিনয় শিল্পী জিকরুল ইসলাম ও ফুলকুঁড়ি আসর পঞ্চগড়ের বর্তমান পরিচালক রাদিয়াত ইসলাম।

এসময় শিক্ষার্থীদের স্বস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

মোঃ ওয়াহেদুল করিম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর