ওয়াহেদুল করিম, পঞ্চগড়: বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার বোদা উপজেলা শাখার নব-নির্বাচিত উপজেলা আমীরেরর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখার আয়োজনে নিজ অফিসের হল রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় পঞ্চগড় জেলা জামায়াতের নব-নির্বাচিত আমীর মাওলানা মোঃ জাহিদুর রহমান কে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন । ১ম বারের মতো জেলা আমিরের দায়িত্ব পাওয়ায় শপথের সময় আবেগে আপ্লুত হয়ে কেঁদে দেন নব-নির্বাচিত উপজেলা আমীর।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা সহ-সেক্রেটারি মাওলানা আশরাফুল আলম,দেবীগঞ্জ উপজেলার সাবেক আমীর মাওলানা আবুল বাশার বসুনিয়া,সাবেক বোদা উপজেলা আমীর মাওলানা আব্দুল বাসেত সহ উপজেলার সকল সদস্যারা উপস্থিত ছিলেন।
গত ২৪ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় সংগঠন ২০২৫-২৬ কার্যকালের জেলা ও মহানগর আমীরদের নাম ঘোষণা করেন। এর আগে, আনুষ্ঠানিকভাবে এক সদস্য সম্মেলনে বোদা উপজেলার রুকনেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
/এমএ