পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে শিশুকিশোরদের মেধা ও মনন বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ ফুলকুঁড়ি আসর ৫০ বছরে পদার্পন করেছে। সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ফুলকুঁড়ি আসর পঞ্চগড় জেলা শাখা বছরব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে।
তারই ধারাবাহিকতায় গতকাল (১৫ নভেম্বর) শুক্রবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সকাল ৯ ঘটিকা হতে শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফুলকুঁড়ি চৌকস বন্ধু আব্দুল্লাহ আল সাবিতের সঞ্চালনায় সত্যভাষণ ও শাখা পরিচালক রাদিয়াত ইসলামের উদ্বোধনী কথার মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ.কে.এম মোজাহারুল ইসলাম, ম্যানেজার ইসলামী ব্যাংক পঞ্চগড়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিশু দক্ষতা উন্নয়ন সম্পাদক আফনান সাদিক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আক্তারুজ্জামান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঞ্চগড়।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাইন্ড ম্যরাথন , সংগীত, অভিনয়, আবৃত্তি উপস্থিত বক্তৃতা, গল্প বল প্রতিযোগিতা ও ফুলকুঁড়ি গেমস হতে সর্বমোট ৬৬ টি পুরস্কার প্রদান করা হয়। পঞ্চগড়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিভাবকসহ উক্ত আয়োজনে অংশগ্রহণ করে।
ফুলকুঁড়ি, উপদেষ্টা, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মোঃ ওয়াহেদুল করিম/এমএ