ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় রাজাগাঁও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।জেলার ঠাকুরগাঁও রুহিয়া থানাধীন রাজাগাঁও ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ জুন মঙ্গলবার দিবাগত রাতে রুহিয়া থানার একটি অভিযানিক চৌকস দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার গাঁজা ব্যবসায়ীরা হলেন, রাজাগাঁও ইউনিয়নের উওর বঠিনা গ্রামের আকবর আলী ছেলে লাবু ইসলাম (২৩) এবং রফিকুল ইসলাম ছেলে মুন্ন ইসলাম (২১)
পুলিশ জানায়, জেলার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঠাকুরগাঁও মাননীয় মহোদয়ের পুলিশ সুপার । এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন খড়িবাড়ি মৌজাস্থ মনো সেন এর বসত বাড়ীর পশ্চিন পাশে টাঙ্গন নদী সংলগ্ন সামনে হতে ২০০ গ্রাম গাঁজাসহ লাবু ও মুন্না নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন, রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মন্ডল,এছাড়া তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রুহিয়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর