বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

নবাবগঞ্জের আফতাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মান্নাফ হোসেন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় আফতাবগঞ্জ টু মধ্যপাড়া আঞ্চলিক সড়কে নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের মাদারপুর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মান্নাফ হোসেন(২২) পার্বতীপুর উপজেলার দলাইকোটা গ্রামের নাজমুল হকের ছেলে। এ সময় সাথে থাকা মোটরসাইকেলে আরোহী আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় আফতাবগঞ্জ বাজার থেকে মোন্নাফ ও  আ. রাজ্জাক  মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় আফতাবগঞ্জ টু মধ্যপাড়া সড়কের মাদারপুর প্রাইমারি স্কুলের সামনে পৌছালে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম দুঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ফুলবাড়ী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স রাখা আছে। ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তাজকিরাতুল হক তানভীর/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর