বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

রুহিয়ায় শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বি’ক্ষো’ভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে  অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে রুহিয়া থানা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার সকালে রুহিয়া চৌরাস্তায় অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচী শুরু করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপির সকল সংগঠনের নেতাকর্মীরা। রুহিয়া বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।

মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর