বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

নওগাঁয় কর্মবিরতির পর ট্রাফিক পুলিশের কাজে ফেরা, স্বস্তি জনজীবনে

নওগাঁ জেলা প্রতিনিধি: কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া অস্থিরতা ও কর্মবিরতির ফলে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হলেও নওগাঁ শহরে জনজীবনে ধীরে ধীরে স্বস্তি ফিরে আসছে। আন্দোলনের প্রতিক্রিয়ায় গত কয়েকদিন ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সেবা খাতের কর্মীরা কর্মবিরতি পালন করছিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ থেকে বিরত থাকায় শহরের সড়ক পরিবহন ব্যবস্থায় বেশ বিপর্যয় দেখা দিয়েছিল।

সোমবার (১২ আগস্ট) থেকে শহরের ট্রাফিক পুলিশ কর্মীরা পুনরায় দায়িত্ব পালনে ফিরে আসেন, যার ফলে শহরের রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। কাজের প্রতি তাদের ফিরে আসা জনসাধারণের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে, বিশেষ করে যাত্রী ও যানবাহনের চালকদের জন্য।

উল্লেখ্য, ট্রাফিক পুলিশের পাশাপাশি এখনো সড়কে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং রোভার স্কাউটের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে কাজ করছেন। তারা ট্রাফিক পুলিশের সঙ্গে মিলে যানবাহন নিয়ন্ত্রণে সহায়তা করছেন, যা যান চলাচলকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করছে।

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্ররা বৈষম্য দূরীকরণ এবং চাকরির ক্ষেত্রে ন্যায্যতার দাবিতে যে দাবিগুলো তুলে ধরেছিল, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর ফলে সরকারও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয়।

নওগাঁ শহরে সাধারণ জনগণের মধ্যে যেমন স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে, তেমনি অন্য সব সেবা খাতও ধীরে ধীরে চালু হতে শুরু করেছে। তবে আন্দোলনের ফলে যে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তা কাটিয়ে ওঠা এখনো বেশ চ্যালেঞ্জিং হয়ে আছে।

আন্দোলন ও কর্মবিরতির ফলে সাময়িক ক্ষতির সম্মুখীন হলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে শহরে নতুন করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। সকলের আশা, শহরের স্বাভাবিক জীবনযাত্রা বজায় থাকবে এবং আন্দোলনকারীদের দাবির সমাধান শীঘ্রই আলোচনার মাধ্যমে হবে।

মো: এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর