বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবরোধ কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানর বিরুদ্ধে অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী।

মঙ্গলবার (২০ আগস্ট) ওই ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের সীমাহীন দুর্নীতি, অমানবিক অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ ও বিচারের দাবিতে অবরোধ  কর্মসূচি পালন করেছেন ইউনিয়নবাসি ও ইউপি সদস্য-সদস্যাগন।

এসময় বক্তারা বলেন, অখিল চেয়ারম্যান আওয়ামী লীগের আমলে প্রভাব খাটিয়ে তার গুন্ডা বাহিনীর দ্বারা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন৷ চেয়ারম্যান হওয়ার পর থেকে তার গুন্ডাবাহিনী  দ্বারা সাধারণ মানুষের উপর অমানবিক অত্যাচার, নির্যাতন ও অর্থের বিনিময়ে বিচারে পক্ষপাতিত্ব, জমি দখলসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছেন সাধারণ মানুষকে।

বক্তারা আরও বলেন, শুধু তাই নয় সরকারি চাল বিতরণে কম দেয়া ও বিভিন্ন প্রকল্লের নামে অনেক অর্থ আত্মসাদ করেন। তাই আমরা এই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ ও বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ইউপি সদস্যগন বলেন, চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদে অনেক অনিয়ম ও দূর্নীতি করেছেন অর্থ ছাড়া কেউ সেবা পেত না আমরা ইউপি সদস্যগন প্রতিবাদ করলেই দলিয় প্রভাব খাটিয়ে হুমকি প্রদান করতো। এই চেয়ারম্যান এক ঝাডুদার মহিলাকে ধর্ষণ করেছিল। তার কাছে  কেউ নিরাপদ নয়। তাই আমার এই অখিল চেয়ারম্যানের পদত্যাগ ও বিচার দাবি জানাচ্ছি।

মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর