সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

আওয়ামী দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষক, ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতির সম্মুখীন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ক্ষেতের মরিচ গাছ কেটে বিনষ্ট করছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রেজাউল করিম হিমেল। ক্ষতিগ্রস্ত কৃষক হিমেল সদর উপজেলার  আখানগর ইউনিয়নের খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা।

ক্ষতিগ্রস্ত কৃষক হিমেল জানান, আমি ৩০ শতাংশ জমিতে এগ্রো ওয়ান কোম্পানির নাগা ফায়ার মরিচ চাষ করে ছিলাম। গত ৫২ থেকে ৫৩ দিন আগে আমার মরিচের ফল আসা শুরু করছে। ও মরিচ ক্ষেতে মরিচের ফলন বাজার জাত করার উপযোগী হয়। আমার এই মরিচ ক্ষেতে এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়। আর এই মরিচ ২ বছর মেয়াদি। আমার অনেক আশা ছিলো যে এই মরিচ ক্ষেত থেকে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা আয় হবে।  কিন্তু কিছু দুসকৃতকারি আমার এই ক্ষতি টা করছে। যেটা মেনে নেওয়ার মত না। আমার জানামতে কারো কোন দিন ক্ষতি করিনি আমি।

এই সময় তিনি আরো বলেন, আমার একটাই অপরাধ আমি বিএনপি করি আর হয়তো এই বিএনপি করার কারণেই আওয়ামী লীগের কিছু দুস কৃতকারি এই কাজ টা করছে বলে আমার বিশ্বাস। এ ছাড়া আমার কোন শত্রু নেই। আর এই রাজনীতি করার কারনে আজ এই ক্ষতি সাধন আমার বলে জানান তিনি।

এই বিষয়ে স্থানীয় একাধিক লোকজন বলেন, হিমেল মানুষ হিসেবে অনেক ভালো আমাদের জানামতে সে কারোর কোন দিন কখনো একটা ক্ষতি করেনি আর আমাদের বিশ্বাস হয়তো এই রাজনীতি করার কারণে হিমেল এর এই ক্ষতি সাধন টা হয়েছে।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, হিমেল এর মরিচ ক্ষেত নষ্ট করার বিষয়টি আমাকে এখনেই মুঠোফোন জানলাম।
আসলে এই বিষয়ে আগে আমি কোন কিছুই জানতাম না। এখন আমি মরিচ ক্ষেতটি দেখতে যাবো আর দেখে শুনে অবশ্যই যে এই কাজটি করছে তাদের কে খুজে বের করার চেষ্টা করবো।

এবিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান, ভুক্তভোগী কৃষক রেজাউল করিম হিমেলের থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে এর সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে ।

মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর