মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জ্বালানি ও বিদুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে বর্তমান সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৪ই আগস্ট) বিকেলে এক প্রজ্ঞাপনে, জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মোকাব্বির হোসেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌর এলাকার উছলাপাড়ার বাসিন্দা মরহুম হাজী আব্দুল মছব্বিরের পুত্র।
এর আগে, দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় নবগঠিত সরকার।
তিমির বনিক/এস আই আর