সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান তাজ সেনাবাহিনীর হাতে আটক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় সেনাবাহিনীর আভিযানে সাবেক মোস্তাফাপুর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা তাজুল ইসলাম তাজকে আটক করা হয়েছে।

মৌলভীবাজার সদর ও রাজনগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর মীর এর সার্বিক পরিচালনায় বৃহস্পতিবার ভোর রাতে তাজ’র বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় তার ঘরে দেশীয় মদের ও খালি বোতল পাওয়া যায়। উল্লেখ্য, আটককৃত তাজুল ইসলাম তাজ’র বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে ও তিনি সাজাপ্রাপ্ত আসামী। সেনা সদস্যের ওই কর্মকর্তা আরও জানান, আটককৃতকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন, আটককৃত তাজকে সেনাবাহিনী আমাদেরও কাছে হস্তান্তর করেছেন। তবে তার কাছে তেমন কোন অস্ত্র পাওয়া যায়নি। মদের খালি বোতল পাওয়া গেছে।

তিমির বনিক/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর