বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
spot_img

বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মো: আলাল আহমেদের মাধ্যমে তার বন্ধু রিপন দত্তের স্ত্রী অর্পিতা সেন ও ভাতিজা মাহবুব আলী হৃদয়কে মাল্টা/পোল্যান্ড/ইতালি রাষ্ট্রে পাঠানোর নামে ৫ লাখ ২০ হাজার টাকা মেহেদী হাসান (৩৩) পিতা: আবুল হাসেম খান, সাং-দক্ষিণ শিলাকোটা, দক্ষিণ বাহ্রা, ১৩২১, থানা: দোহার, জেলা: ঢাকা, ব্যবসায়ীক ঠিকানা, ওয়ার্ল্ড ভিসা এপ্লিকেশন সেন্টার খ ৪২/১, নড্ডা বাসষ্ট্যান্ড, যমুনা ফিউচার পার্ক, বারিধারা, ঢাকা  নামীয় এক প্রতারক আত্মসাৎ করে। অর্পিতা সেন ও মাহবুব আলী হৃদয়কে বিদেশ পাঠাতে ব্যর্থ হলে পাওনা ৫ লাখ ২০ হাজার টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা শুরু করে।

মেহেদী হাসান টাকা অস্বীকার করলে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর নিরুপায় হয়ে আলাল আহমদ গত চলতি বছরের (২৪ জানুয়ারি) মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন, মামলা নং সি আর ২৭/২০২৪ইং।

অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, আলাল আহমেদ তার বন্ধুর স্ত্রী অর্পিতা সেন ও ভাতিজা মাহবুব আলী হৃদয়কে মাল্টা/পোল্যান্ড/ইতালি পাঠানোর জন্য মেহেদী হাসান এর সাথে ২১ লাখ টাকায় পাঠাবেন বলে সাব্যস্ত করে নগদ ৫ লাখ ২০ বিশ হাজার টাকা বিভিন্ন সময় প্রদান করেন। কিন্তু কয়েক মাস অতিবাহিত হওয়ার পর অর্পিতা সেন ও মাহবুব আলী হৃদয় বিদেশ পাঠাতে পারেনি। পরে কাগজপত্র চাইলে সে ভুয়া কাগজ দিলে তার জালিয়াতি ধরা পড়ে। পরে টাকা ফেরত চাইলে প্রতারক মেহেদী হাসান তা অস্বীকার করেন।

আলাল আহমদ জানান, অভিযুক্ত মেহেদী হাসান বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি ও মিথ্যা মামলা দিয়ে দেখে নিবে এবং খুন গুমের হুমকি প্রদান করে। মাননীয় আদালতের মাধ্যমে তিনি সুবিচার প্রার্থনা করেন।

তিমির বনিক/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর