বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে রোববার (২৪শে নভেম্বর) উদ্ধারকৃত অজ্ঞাত লাশের বিষয়ে স্থানীয়রা প্রাথমিক তথ্যে জানান, অজ্ঞাত ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সুফিয়া নামেই এলাকাবাসী চিনতেন ও জানতেন। প্রায় ২০ বছর থেকে তিনি এই ব্রাহ্মণবাজার এলাকায় থাকতেন।

কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ কে এম শাহজালাল বলেন, ১৫-২০ বছর থেকে ওই মহিলা এ এলাকায় ঘুরে বেড়াতো। সচরাচর সুফিয়া পাগলী নামে তাকে সবাই চিনতো।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, প্রাথমিকভাবে পরিচয় না মিললেও পরে আমরা জানতে পারি ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ স্থানীয়ভাবে দাফন সম্পন্ন করা হয়েছে।

তিমির বনিক/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর