সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয় এসডিসির আয়োজনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের (এসডিসি) আয়োজনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার JKKNIU To ABROAD – SEASON 2 অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে (মঙ্গলবার) নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি আব্দুল আওয়াল।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারটি ছিলো দুই পর্বে। প্রথম পর্বে বাইরের দেশে উচ্চশিক্ষা অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কয়েকজন গুণী ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্য রাখেন মি. ফেরদৌস হোসাইন, সিনিয়র কনসাল্টেন্ট অব ওয়েস্টার্ন এডুকেশন। এছাড়াও বক্তব্য রেখেছেন ফারজানা ইয়াসমিন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিলর অব ওয়েস্টার্ন এডুকেশন, মি. হারুনুর রশীদ, সিনিয়র কনসালটেন্ট অব ওয়েস্টার্ন এডুকেশন এবং মো. মহিউদ্দিন আজম, মেনেজিং ডিরেক্টর অব ওয়েস্টার্ন এডুকেশন। এসময় বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন অভিজ্ঞরা।

সেমিনারের দ্বিতীয় আকর্ষণীয় পর্বে ছিলো র‍্যাফেল ড্র, যার মাধ্যমে সেরা দশ জনকে দেয়া হয়েছে ফুল ফ্রি IELTS এর সুযোগ, ছয়জন পেয়েছে টিশার্ট এবং চারজন পেয়েছে আকর্ষণীয় বই। সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে শেষ হয় এদিনের সেমিনারটি।

এদিন সেমিনারটির টাইটেল স্পন্সর হিসেবে ছিলো ওয়েস্টার্ন এডুকেশন, ক্লাব পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘উইমেন পিস ক্যাফ ক্লাব’, গ্লোসারি ইংলিশ ডিপার্টমেন্ট কনভার্সেশন ক্লাব, প্রথম আলো বন্ধুসভা,ইইই ক্লাব, নজরুল বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাব ও এনভায়রনমেন্ট ক্লাব। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম’।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর