মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
spot_img

এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন ২০ লাখ পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিলের (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৪৮ হাজার।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশের ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে। মোট ৩ হাজার ৭০০ কেন্দ্রে হবে পরীক্ষা। আজ প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা হবে। দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা হবে।

এ ছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিলের (ভোকেশনাল) বাংলা-২ (১৯২১) ও বাংলা-২ (১৭২১) পরীক্ষা হবে। সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর