শনিবার, মে ১৮, ২০২৪
spot_img

খুলনার স্বতন্ত্র ৩৯ জন প্রার্থীর ৩০ জনই জামানত হারাচ্ছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে ভোটের লড়াইয়ে অংশ নেওয়া ১১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৩৯ জন প্রার্থীর মধ্যে ৩০ জনই জামানত হারাচ্ছেন। সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলে প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় নৌকা ব্যতীত বাকি ১০টি দল ও অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী খোয়াচ্ছেন তাদের জামানত। তবে জামানত টিকেছে ৩ স্বতন্ত্র প্রার্থীর। খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে।

জামানত হারালেন যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, খুলনার ৩৯ জন প্রার্থীর মধ্যে ৩০ জন জামানত হারাচ্ছেন। এর মধ্যে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী কাজী হাসানুর রশিদ ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির চন্দ্র প্রামানিক ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ‘ঈগল’ প্রতীক।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর