বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাব  চাঁপাইনবাবগঞ্জ ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জ ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মোঃসাইদুর রহমান, ১৭৪২ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃশহিদুল ইসলাম পেয়েছেন ১০৭১ ভোট। সহ-সভাপতি পদে মোঃ আমিনুল ইসলাম ১১৩৫ ভোট পেয়ে  নির্বাচিত হন। তাদের নিকটতম প্রার্থী মোঃ আনারুল ইসলাম পেয়েছেন ১০৮৮ ভোট।সিনিয়র সহ সভাপতি গোলাম আজম১৩৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোঃসাধারণ সম্পাদক আনারুল ইসলাম ( আনার) ১৩০৯ ভোট পেয়ে বিজয়ী 
লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাহাবুল হক ১১৪০ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃহুমায়ন কবির ২২৩৯ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উজ্জ্বল কর্মকার পেয়েছেন ১০৪২ভোট। 

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল কাদের রাজন ১১৬৮ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওসমান আলী বাবলু ১১৫২ পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মিলন রাজ ১১২৩ ভোট পেয়ে বিজয়ী লাভ করেনতার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কামাল হোসেন পেয়েছেন ৭৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ শামিউল আলম রাজু ১২৯৬ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তৈমুর হোসেন পেয়েছেন ১১৩৬ ভোটদপ্তর সম্পাদক পদে মোঃ বারিউল ইসলাম ১২০১ বিজয়ী।

প্রচার সম্পাদক পদে আব্দুল মমিন ১৩০১ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাজারুল ইসলাম ১১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং লাইন সম্পাদক পদে গোলাম মোস্তফা ১৪২৯, আব্দুল সালাম টুটুল ১৪২৮ নুরুজ্জামান মুন্সি ১৩৪৫ এবল তোসিকুল ইসলাম ১৩২৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ স্বপন আলী১৩০৫ ভোট, মোঃ আফসার আলী ১২১৬,মোঃহাবিবুর রহমান ১১৫৫ ভোট ও মোঃ আশরাফুল হক ১১৩১ ভোটে নির্বাচিত হন।

শনিবার সকাল ৮:৩০মিঃ থেকে  বিকাল ৬:২৫মিঃ পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।ভোটগণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা ফলাফল ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শ্রমিক ইউনিয়নের  নির্বাচন  অনুষ্ঠিত হয়েছে।
জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচনের তফসিল গত মাসের ১৭ তারিখ ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৯ টি পদের জন্য মনোনয়ন বিক্রয় করা হয়। যেখানে ৫৫ টি মনোনয়ন পত্র জমা হয়।ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করেছেন। 

জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ভোটার সংখ্যা ৪৪৬৫ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩৫০৩ জন। ১৩ পদের বিপরীতে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি নির্বাচিত হয়েছে।

নির্বাচন সুষ্ঠ ভাবে নেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও নির্বাচন কমিশনাররে অগ্রণী ভূমিকা পালন করায় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা তাদেরক  ধন্যবাদ জানিয়েছেন।নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে ভোটাররা আনন্দিত বলে জানান প্রধান নির্বাচন কমিশন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর