বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

বিলুপ্ত হচ্ছে বেসরকারী শিক্ষক নিবন্ধন, নতুন আইনের খসড়া প্রকাশ

বিশেষ প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নামে পরিচিত প্রতিষ্ঠানটি বিলুপ্ত করে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ (এনটিএসআরআরএ) নামে একটি নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে। ফলে এই আইনের অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ (এনটিএসআরআরএ) নামকরণ করা হবে।

সোমবার (২৯ জুলাই) সচিব (উসচিব) ওবায়দুর রহমান স্বাক্ষরিত এনটিআরসিএ’র ওয়েবসাইটে নতুন আইনের খসড়া প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়ছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ রহিতক্রমে এর বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৩ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত খসড়া আইনের কপি এনটিআরসিএ’র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

নতুন খসড়া আইনের কপিতে আরও জানানো হয়েছে, বর্তমানে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫’ এ পরিচালিত হচ্ছে এনটিআরসিএ। তবে নতুন আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৪ এনটিএসআরআরএ নামে অভিহিত হবে।

তবে এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত/পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসিএ’র ই—মেইলে (ntrca2005@yahoo.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর