বুধবার, মে ৮, ২০২৪
spot_img

ঢাকার বাইরে ৫৩ শতাংশ জায়গায় বিদ্যুৎ নেই: রিজভী

বাংলাদেশকে ডেথভ্যালিতে পরিণত করেছে সরকার। উন্নয়নের নামে জনগনের সঙ্গে ভেলকিবাজি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর পল্লবীতে ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যাগে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে এমন মন্তব্য করেন তিনি। বলেন, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কারণে ফল গাছে এখন আর ফল ধরছে না। ঢাকা শহরের বাহিরে ৫৩ শতাংশ জায়গায় বিদ্যুৎ নেই। পুকুর ডোবা জলাশয় ভরাট করছে আওয়ামী লীগের লোকজন।

তিনি আরও বলেন, বিদেশে টাকা পাচার করে সেকেন্ড হোম তৈরি করছে শেখ হাসিনা। বাংলাদেশকে লুটপাটের আখড়া বানানো হয়েছে। ডলার সংকটে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছে না তারা।

রিজভী অভিযোগ করে বলেন, একদলীয় ভয়ংকর বাকশালের মধ্যে জনগণকে রেখেছে সরকার। তাদের নিপীড়ন নির্যাতনের স্বীকার বিএনপি নেতাকর্মীরা। এর পরও দলীয় কার্যক্রম থেকে বিএনপি সরে যায়নি বলে জানান দলের এই নেতা।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর